দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
গত ৭ ফেব্রুয়ারী সোমবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ গাঁজা সহ আল-আমিন (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
জানা গেছে, ঘটনার দিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে বনতেতুলিয়া সড়কে সন্দেহজনক ঘোরাফেরা কালে মাদক বিক্রেতা আল-আমিনকে আটক করেন। পরে তার দেহ তল্লাশী করিয়া ৫০ পুড়িয়া গাঁজা উদ্ধার করেছে। সে বনতেতুলিয়া গ্রামের মৃত খয়বর আলীর ছেলে। এ সংক্রান্তে ওই দিন রাতেই অবৈধ ভাবে মাদকদ্রব্য (গাঁজা) বিক্রয়ের উদ্দেশ্য নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত আল-আমিনকে ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
Leave a Reply