দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
গত ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারী সহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় তালোড়া মেঘা গ্রামের আব্দুস সামাদের স্ত্রী জাহানারা বানু (৪৬), আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম পশ্চিমপাড়ার মৃত মকবুল হোসেন ওরফে মকুর ছেলে আব্দুল আলীম (৩৫),
তালোড়া স্বর্গপুর মধ্যেপাড়া গ্রামের বেলাল মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৫) ও দুপচাঁচিয়া সদরের আলোহালী দামাপাড়া গ্রামের বাবলু ফকিরের ছেলে খায়রুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেন। তাদের কাছে থেকে সর্বমোট ২৯০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে রাতেই অবৈধ ভাবে মাদকদ্রব্য (গাঁজা) বিক্রয়ের উদ্দেশ্য নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃতদেরকে ৯ ফেব্রুয়ারী বুধবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
Leave a Reply