দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিনগত রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতাসহ ১১ জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় মাদক বিক্রেতা উপজেলার তালোড়া উত্তর সাবলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে রানা’কে তালোড়া এলাকা থেকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এছাড়াও গ্রেফতারী পরোয়ানামুলে উপজেলার বাজারদিঘী সুখানগাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাকির হোসেন, মৃত মকবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন, মল্লিক প্রাং এর ছেলে শহিদুল ইসলাম, শহীদুল এর ছেলে এরশাদ, পালপাড়া গ্রামের আনোয়ারের ছেলে আইয়ুব, মন্ডলপাড়া গ্রামের ইলাহী এর ছেলে রায়হান, গোবিন্দপুর গ্রামের মৃত মফিজ এর ছেলে ফজলু হক, ছোটধাপ গ্রামের ছাত্তারের ছেলে রবিউল ইসলাম, হেরুঞ্জ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে অহেদুল ওরফে রাহেদুল ও দুপচাঁচিয়া মাষ্টারপাড়ার মোকছেদুল ইসলামের ছেলে এনামুল হক শাহীনকে গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারকৃতদেরকে ১১ ফেব্রুয়ারী শুক্রবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
Leave a Reply