দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
দুপচাঁচিয়া উপজেলায় ২০ ঘন্টার ব্যবধানে দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় বারিক (১৮) ও বাবু (২৫) নামের দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন মোটরসাইকেল আরোহী রিফাত (১৮) ও জাকারিয়া (২১) ও আল আমিন (২২) আহত হয়েছে।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফাঁসিতলা বারাইল গ্রামের ভাদু মন্ডলের ছেলে রাকিব (১৮), আক্কেলপুর উপজেলার উজ্জ্বলের ছেলে রিফাত (১৮) ও দুপচাঁচিয়া উপজেলার নলঘড়িয়া গ্রামের নাজমুলের ছেলে জাকারিয়া (২১) এক মোটরসাইকেলযোগে আক্কেলপুর যাচ্ছিল। তাদের মটরসাইকেলটি উপজেলার জিয়ানগর বড়িয়া ভাঙা ব্রিজ পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় তিনজনই ব্রিজের ওপর পড়ে গুরুতর আহন হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বারিককে মৃত ঘোষণা করেন এবং অপর দুই জন রিফাত ও জাকারিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। অপর দিকে গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার উত্তর সাজাপুর গ্রামের তছলিম উদ্দীনের ছেলে বাবু (২৫) তার ভায়রা বগুড়া মাদলা পাইকড় গ্রামের মুকুল হোসেনের ছেলে তছলিম উদ্দীন (২২) সহ মটরসাইকেল যোগে চামরুলের খুনিহারা বাজারে মিষ্টি কিনতে যাচ্ছিল। তাদের মটরসাইকেলটি খুনিহারা বাজার এলাকায় চালক বাবু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলেই বাবু নিহত হয়। সঙ্গী আল-আমিন আহত হয়। থানা অফিসার ইনচার্জ হাসান আলী দুটি পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় বাবু ও বারিক নামের দু’জনের মৃত্যুসহ তাদের সঙ্গী রিফাত (১৮), জাকারিয়া (২১) ও তছলিম (২২) আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বাবু ও বারিকের লাশ তাদের স্বজনরা নিয়ে গেছেন। ঘটনা দুটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Leave a Reply