দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ১১ ফেব্রুয়ারী শুক্রবার দিনগত রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে পুলিশ উপজেলায় বিশেষ অভিযান চালান।
এ সময় গ্রেফতারী পরোয়ানামুলে উপজেলা সদরের ছোটধাপের মোসলেম উদ্দিনের ছেলে সেলিম রেজা, ধোকরকোলার মৃত আমজাদ হোসেনের ছেলে মিলন, চামরুল বেড়াগ্রামের সাইদার আলীর ছেলে ওমর ফারুক,
বেরুঞ্জ কামারপাড়ার মোজাহার আলীর ছেলে রিপন আলী, গুনাহারের পাঁচোষা গ্রামের খয়বর আলীর ছেলে ফিরোজ মন্ডল এবং তালোড়া স্বর্গপুরের চাঁন মিয়া মন্ডলের ছেলে দুলাল মন্ডল গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারকৃতদেরকে ১২ ফেব্রুয়ারী শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
#
Leave a Reply