দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১৪ ফেব্রুয়ারী সোমবার সকালে দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর দক্ষিণপাড়ায় কলেজ ভর্তিচ্ছুক মেহেরুন নেছা চৈতি (১৬) নামে এক ছাত্রী নিজ শয়ন কক্ষে তীরের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নের মোস্তফাপুর দক্ষিণপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে মেহেরুন নেছা চৈতি ঘটনার দিন আনুমানিক সকাল ১০টায় সবার অগোচরে নিজ বাড়ির শয়ন ঘরের তীরের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে তার বড় বোন রাজিয়া তার শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। সে চলতি বছরে পোথাট্টি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। অনলাইন আবেদনের মাধ্যমে কলেজে ভর্তি হওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। তার আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি। এ বিষয়ে থানার অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply