দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ১৩ ফেব্রুয়ারী রোববার বিকালে দুপচাঁচিয়া উপজেলা চৌধুরীপাড়ার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার কুন্ডু (৭৬) ঢাকা এএমজেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় কালীবাড়ি মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
উপজেলা চৌধুরীপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলার পরপর চার বার নির্বাচিত সাধারণ সম্পাদক জেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি সর্বজন শ্রদ্ধেয় জয়ন্ত কুমার কুন্ডু দীর্ঘদিন যাবত ডায়াবেটিস কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কল্যাণ প্রসাদ পোদ্দার, আওয়ামীলীগনেতা মিজানুর রহমান খান সেলিম, এড. উৎপল কুমার বাগচি (এপিপি), কমিউনিস্ট পার্টির পক্ষে অধ্যক্ষ আবুল বাসার, মোবারক হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জুলফিকার আলী, শেখ ফেরদৌসী গোলাপ, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, অধ্যাপক পীযুষ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মহলদার, দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন, স্থানীয় কাউন্সিলার মহিদুল ইসলাম, দুপচাঁচিয়া উপজেলা বিএনপি’র আহব্বায়ক এবিএম নুরুল ইসলাম খান হিরু, পৌর বিএনপি’র আহব্বায়ক আলহাজ্ব মফিজ উদ্দীন, যুগ্ম আহব্বায়ক মেশকাতুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকির,
দুপচাঁচিয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, দুপচাঁচিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুদেব কুন্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুমার দাস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বসাক।
Leave a Reply