দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মুহাঃ আবু তাহির এই ভ্রাম্যমান আদালত পাঁচথিতা নামক স্থানে অবৈধভাবে নাগর নদ থেকে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে বালু উত্তোলনের ১টি শ্যালো মেশিন, ২টি পাম্প ও ১টি টিউবওয়েল আটক করেছে।
জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নের পাঁচথিতা গ্রামের নাগর নদে শ্যালো মেশিন বসিয়ে এক শ্রেনির বালু ব্যবসায়ী দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে আসছে। বিশাল আকারে গভীর করে নাগর নদের মাঝ থেকে এই বালু উত্তোলনের ফলে নদী সংলগ্ন এলাকার ফসলী জমি, বাড়ি-ঘর, রাস্তা ঘাট, এমনকি মসজিদ হুমকির মুখে পড়েছে। গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে বালু উত্তোলন কারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ভ্রাম্যমান আদালত ওই এলাকা থেকে বালু উত্তোলনের ১টি শ্যালো মেশিন, ২টি পাম্প ও ১টি টিউবওয়েল আটক করেন।
Leave a Reply