দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
২০ অক্টোবর মঙ্গলবার বিকালে দুপচাঁচিয়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে থানা চত্বরে অফিসার ইনচার্জ মিজানুর রহমানের বদলি জনিত বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ হাসান আলীর আগমন উপলক্ষ্যে বরণ অনুষ্ঠান নবাগত অফিসার ইনচার্জ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আদমদীঘি সার্কেল কেএইচএম এরশাদ। বিদায়ী অফিসার ইনচার্জ মিজানুর রহমান সহ অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, মেয়র জাহাঙ্গীর আলম,
পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে শাহ্ মোঃ আব্দুল খালেক, তোজাম্মেল হোসেন, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, অধ্যক্ষ জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস,
শ্রমিক নেতা আশরাফ আলী, থানা অফিসারদের পক্ষে এসআই খোরশেদ আলম ও এএসআই কোমল সহ প্রমুখ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, এসআই আব্দুস সালাম। পরে বিদায়ী অতিথি ও নবাগত অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় ও বরণ সংবর্ধনা প্রদান করা হয়।
Leave a Reply