দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
২১ জানুয়ারি মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা কৃষকদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন বাদ জোহর উপজেলা থানা বাসস্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দীন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক তালুকদার কাজল, ছাত্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা কৃষকদলের সাবেক আহŸায়ক কাউসার আলী শেখ, যুবদল নেতা আশরাফুল আলম, আব্দুস সবুর খন্দকার রাকিব, নাঈম কবিরাজ, রাবু খান, ইদ্রিস আলী, তরিকুল ইসলাম, পৌর শ্রমিকদলের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক ওয়াসিম মহলদারসহ প্রমুখ নেতৃবৃন্দ। অপর দিকে বিকালে বাদ আছর পুরাতন বাজার জামে মসজিদে উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ আয়োজনে অনুরুপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল দুটি পরিচালনা করেন, মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা বাকী বিল্লাহ।