দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
দুপচাঁচিয়া উপজেলা চামরুল ইউনিয়নের পোথাট্টি বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জহুরুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যে বিদ্যালয়ের বিভিন্ন মালামাল বিক্রি করে অর্থ আত্মসাত সহ দুর্নীতি অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে পোথাট্টি বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য হেলেনা বিবির গত ১৪ ফেব্রæয়ারি সোমবার দায়েরকৃত অভিযোগ হতে জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহুরুল ইসলাম ক্ষমতার দাপটে বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যে শুরু করেছেন। নৈশ্য প্রহরীসহ দুটি পদে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে দু’জনকে নিয়োগ দিয়েছেন। একই সাথে তার নিজ ছেলেকেও বিদ্যালয়ে ভুয়া কাগজপত্রে নিয়োগ দেন। এছাড়াও বিদ্যালয়ের অস্থাবর বেশ কিছু মালামাল ঢেউটিন, গচ্ছিত রাখা লোহা রড, স্কুল বাউন্ডারী ঘেরা লোহার কাটা ও অন্যান্য মালামাল ইচ্ছামত বিক্রি করে তার সকল অর্থ আত্মসাত করেছেন। এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় শিক্ষানুরাগীরা প্রতিবাদ করতে গেলে তাদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও মামলার হুমকি প্রদান করেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে সভাপতির বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে গতকাল শুক্রবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গোফ্ফার ম্যানেজিং কমিটির সভাপতির নিয়োগ বাণিজ্যের বিষয়ে অস্বীকৃতি জানালেও বিদ্যালয়ের বিভিন্ন মালামাল ম্যানেজিং কমিটির কোন সিদ্ধান্ত ছাড়াই এককভাবে বিক্রয় করে অর্থ আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। একই সাথে জানান, তার ক্ষমতার দাপটে তিনি সহ শিক্ষকরা অসহায় হয়ে পড়েছে। অভিযুক্ত সভাপতি জহুরুল ইসলাম জানান, নিয়োগ বাণিজ্যের বিষয়টি সঠিক নয়। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়েছে। নিজ ছেলের নিয়োগ প্রদানের বিষয়ে তিনি জানান, বিদ্যালয়ে ১০ শতক জায়গা দান করে নিয়োগ বোর্ডের মাধ্যমে ছেলের চাকুরী প্রদান করা হয়েছে। শিক্ষা অফিস থেকে তার ছেলের কাগজপত্রগুলোও যাচাই-বাছাই করা হয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন মালামাল বিক্রয় করে অর্থ আত্মসাতের বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে যান।
Leave a Reply