দুপচাঁচিয়া নিউজ ডেস্ক: ২২ ফেব্রয়ারী (মঙ্গলবার) থেকে শ্রেণিকক্ষে শুরু হচ্ছে পাঠদান। একমাস গৃহে অবস্থান করার পরে পাঠে ফিরতে নিজেদের প্রস্তুত করছে শিক্ষার্থীরা। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খাদিজা খাতুন আলিম মাদরাসার সবুজবেষ্টনী ঘেরা মনোরম ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠলেও সেই ক্যাম্পাসে আর কখনও পা পড়বে না দশম শ্রেণির ছাত্রী আইরিন নাহার লিমার।
রোববার (২০ ফেব্রয়ারী) রাতে আইরিন নাহার লিমা (১৬) নামের ওই মাদরাসা ছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
আত্মহননকারী আইরিন নাহার লিমা দুপচাঁচিয়া উপজেলার হরিনগাড়ী গ্রামের দুলাল উদ্দিন মন্ডলের কন্যা।
দুপচাঁচিয়া থানা সূত্রে জানা গেছে, রোববার ( ২০ ফেব্রয়ারী) মধ্যরাতে নিজ বাড়ির শয়ন কক্ষে সকলের অগোচরে গলায় ওড়না পেচিঁয়ে ঝুলে পড়ে আইরিন নাহার লিমা। বাড়ির লোকজন একসময় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করে।পরে ঝুলন্তদশায় তার মৃত্যূ সম্পর্কে নিশ্চিত হয় স্থানীয়রা।
প্রাথমিক তদন্তে মায়ের বকুনীতে অভিমান করে আইরিন নাহার লিমার আত্মহত্যার কারন খুঁজে পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে ওই সূত্র।
দুপচাঁচিয়া থানার এসআই রাশেদুল ইসলাম জানান, সোমবার (২১ ফেব্রয়ারী) এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যূ মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যূর সঠিক কারন উদঘাটন করার জন্য তার লাশ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply