দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
০১ মার্চ মঙ্গলবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা সদরের হাটখোলা কালী, রাস ও শিব মন্দির চত্বরে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দিত নব-নির্মিত শিব মন্দিরের উদ্বোধন করেন,
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম (সেবা)। এ উপলক্ষে হাটখোলা কালী, রাস ও শিব মন্দির চত্বরে মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতিকান্ত বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় পুলিশ সুপার ছাড়াও আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, হাটখোলা কালী, রাস ও শিব মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা নয়ন চন্দ্র দাস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস। বক্তব্যের পূর্বে প্রধান অতিথি ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত শিব মন্দিরের উদ্বোধন করেন।
Leave a Reply