দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
০১ মার্চ মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭ মার্চ, ২৫ মার্চ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসসহ মাসব্যাপী স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পালনের প্রস্তুতিমূলক সভা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার, বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধ্যক্ষ আব্দুল মজিদ, পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলার মহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, আওয়ামীলীগ নেতা মোমিনুর রহমান তালুকদার পলাশ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে সাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা ইমাম মওয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা আজিজুর রহমান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুদেব কুন্ডু, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন সহ প্রমুখ। সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উক্ত দিবসসহ যথাযথ মর্যাদার সাথে মাসব্যাপী পালনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। উল্লেখ্য সভায় উপজেলার সকল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক সহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply