নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বুধবার (২ ফেব্রয়ারী) বিকালে মাদক ব্যবসার অভিযোগে দুপচাঁচিয়া উপজেলার চামরুল উত্তরপাড়ার মৃত সমজান আলীর ছেলে ইউসুফ হোসেন মুকুল (৩১) এবং সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে জয়পুরহাট জেলার সদর উপজেলার মাংনীপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম (৩২) কে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, মাদক বিক্রির গোপন খবরে অভিযান পরিচালনা করে দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক শাহজাহান আলীসহ সঙ্গীয় ফোর্স। অভিযানকালে দুপচাঁচিয়া উপজেলার সুনল্যা মাহমুদ গ্রামের একটি বসতবাড়ির পাকা রাস্তার উপর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ ইউসুফ হোসেন কে আটক করা হয়।
অপরদিকে, দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভাধীন দেবখন্ড রিয়াজুল ইসলাম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে জহুরুল ইসলাম (৩২) কে ধৃত করে থানা পুলিশের নিকট সোপর্দ করে স্থানীয় জনতা।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের সাপেক্ষে বৃহস্পতিবার ( ৩ ফেব্রয়ারী) বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply