ফিরোজ হোসেন নিজস্ব প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বৃহস্পতিবার ( ৩ ফেব্রয়ারী) ৫০ গ্রাম গাঁজাসহ চৌমূহনী পল্লী বিদ্যূৎ অফিস গেটের সামনে থেকে বৃহস্পতিবার বিকালে আটককৃত হয়েছে দুপচাঁচিয়া উপজেলার খিহালী চকপাড়া গ্রামের মজিদুল ইসলামের ছেলে সাগর (২০) এবং বৃহস্পতিবার মধ্যরাতে গাঁজা বিক্রির চেষ্টাকালে থানা বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যারেজের সামনে থেকে পুলিশের অভিযানে আটক হয়েছে দুপচাঁচিয়া পৌরসভাধীন পলিপাড়া মহল্লার রেজাউল প্রামানিকের ছেলে রাজু প্রাং (৩২)।
আটককৃত রাজু প্রামানিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী ছিল।গ্রেফতারী পরওয়ানামূলে আটককৃত অপর ৬ আসামী হলো দুপচাঁচিয়া উপজেলার পাওগাছা গ্রামের আফাজ সরদারের ছেলে মোঃ দুলাল সরদার, দুপচাঁচিয়া পৌরসভাধীন মন্ডলপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল করিম, সরদারপাড়ার মৃত সেপু প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম, চৌধুরিপাড়ার মুনছুর আলীর ছেলে আনারুল ইসলাম, ধাপহাট এলাকার রুহুল আমিনের ছেলে মাসুদ হাসান(নান্নু) এবং দুপচাচিয়া উপজেলাধীন মাধাইমুড়ি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মজিবর প্রাং।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন সাপেক্ষে শুক্রবার ( ৪ ফেব্রয়ারী) তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply