দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
বৃহস্পতিবার সকালে দুপচাঁচিয়া উপজেলার শেরপুর তালুকদার পাড়ায় ফিরোজ শাহ্ (৩৫) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।
জানা গেছে, পাশ্ববর্তি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ফুলতলী বাজারের আল্লাহর দান ডেকোরেটরের স্বত্বাধিকারী এবং রায়কালী ইউনিয়নের বালুকাপাড়ার কলিমুদ্দিনের ছেলে ফিরোজ শাহ্ দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শেরপুর তালুকদারপাড়ার জাহিদুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠানের ডেকোরেটরের কাজ নেন। গত বুধবার রাতে ফিরোজ শাহ্ দুইজন শ্রমিক নিয়ে বিয়ে বাড়িতে ডেকোরেশনের কাজ করছিলো। রাতেই কাজ করার সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে সে কাজের স্থান থেকে চলে যায়। রাত আনুমানিক ১টায় তার শ্রমিকরা কাজ শেষে তাকে মোবাইল করে এসময় তার ফোন বন্ধ পায়। পরে শ্রমিকরা কাজ শেষ করে বাড়িতে চলে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে ওই বাড়ির লোকজন বাড়ির পিছনের পুকুরপাড়ের গরুর খড় আনতে যায়। এসময় আঠাবেলের গাছের ডালের সাথে লায়লনের রশি বাঁধা গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত ফিরোজ শাহ্কে দেখতে পায়।
খবর পেয়ে সিনিয়র পুলিশ সুপার আদমদীঘি সার্কেল নাজরান রউফ, থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ফোর্সসহ দ্রত ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য লাশ পোস্ট মোর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পেরণ করা হয়েছে।