দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ৮ মার্চ মঙ্গলবার দিনগত রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারী মাদক বিক্রেতাসহ সাত জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন মঙ্গলবার রাতে পুলিশ উপজেলা সদরের মহলদারপাড়া থেকে চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী আব্দুল করিমের স্ত্রী শাহিদা বিবি ওরফে ধলীকে (৫৭) গ্রেফতার করেছে। এছাড়াও গ্রেফতারী পরোয়ানামুলে মাষ্টারপাড়ার মৃত আয়েন উদ্দীন মন্ডলের ছেলে আব্দুস সালাম (৫৫), জাহেদুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম (৫০), আব্দুস সালামের স্ত্রী জাকিয়া বেগম ওরফে জনি (২৮) ও জিয়ানগর মিয়াপাড়ার মৃত তজি খন্দকারের ছেলে কামরুল ইসলাম মার্কিন এবং গুনাহার পালকুড়ি এলাকা থেকে সন্দেহজনক তেঁতুলিয়া গ্রামের সোলাইমান আলীর ছেলে নাঈম (২৬), মাটিহাস গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ছানোয়ার হোসেনকে (৩০) গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃতদেরকে ৯ মার্চ বুধবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
Leave a Reply