দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১০ মার্চ বৃহস্পতিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা নব জাগরণ সংস্থা ও নব জাগরণ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালক নব জাগরণ ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিস সেন্টারের স্বত্বাধিকারী এবং নিরাপদ সড়ক চাই উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল আলীম খান (৪৬) মটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলার পূর্বপাড়া মাশিমপুর চালুঞ্জা গ্রামের মৃত আলহাজ্ব আফছার আলী খানের ছেলে নব জাগরণ সংস্থা ও নব জাগরণ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালক নব জাগরণ ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিস সেন্টারের স্বত্বাধিকারী এবং নিরাপদ সড়ক চাই উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল আলীম খান ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে তার মেইল বাসস্ট্যান্ড সংলগ্ন নব জাগরণ ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টার থেকে মটরসাইকেলযোগে সিও অফিস বাসস্ট্যান্ড যাচ্ছিলেন। সিও অফিস বাসস্ট্যান্ড পৌছার পূর্বেই মাইক্রো বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাড়ানো একটি ট্রাকের পিছনে ধাক্কা খান। এতে তার মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রাস্তায় পরে যায়। দ্রæত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অল্প সময়ের মধ্যে সে মারা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ বহু আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply