বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় জানাযার নামায পড়ার সময় মোটরসাইকেল চুরির ঘটনায় আটককৃত দুই ব্যক্তি কে আইনানুগ ব্যবস্থা গ্রহন সাপেক্ষে বৃহস্পতিবার (১০ মার্চ) আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এর আগে বুধবার ( ৯ মার্চ ) মধ্যরাতে পুলিশি অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো দুপচাঁচিয়া উপজেলার চামরুল গ্রামের আ.জোব্বারের ছেলে ওবায়দুল শাহ (৩৫) এবং শামছুল ইসলামের ছেলে হারুন (৪২)।
পুলিশ জানায়, ৩ মার্চ দুপচাঁচিয়া উপজেলার আটগ্রাম-বেলোহালী গ্রামের লিটন প্রামানিক তার বোন জামাই লুৎফর সোনারের মায়ের মৃত্যূর খবর পেয়ে মোটরসাইকেলযোগে একই উপজেলার চামরুল গ্রামে যায়। সেখানে বোন জামাইয়ের বাড়ির নিকটবর্তীস্থানে মোটরসাইকেল রেখে সন্ধ্যায় জানাযা নামাযে অংশগ্রহন করে সে। জানাযা নামায শেষে মোটরসাইকেলটি আর ওইস্থানে না পেয়ে খোঁজাখুঁজি করে স্থানীয়রা।
মোটরসাইকেল চুরির ঘটনা দুপচাঁচিয়া থানা পুলিশ কে অবহিত করা হয়। এরপর থেকে মোটরসাইকেল চোর শনাক্ত করতে তৎপর হয় পুলিশ। তৎপরতা মোতাবেক আটকৃত ওই দুই ব্যক্তিসহ চামরুল গ্রামের আ.মান্নানের ছেলে রুবেল (৪০) এবং ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিরা মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত বলে জানতে পারে পুলিশ। পুলিশের তৎপরতা আঁচ করতে পেরে লিটন প্রামানিকের বোন জামাই লুৎফর রহমানের নিকট মোটরসাইকেল ফিরিয়ে দেয় তারা।
এদিকে মোটরসাইকেল চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে লিটন প্রামানিক দন্ডবিধির ৩৭৯ এবং ৪১১ ধারায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করলে তাৎক্ষনিকভাবে এজাহার নামীয় দুইজন কে আটক করতে সক্ষম হয় পুলিশ।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, আটকৃতদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। সেইসাথে পলাতক আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা অব্যাহত আছে।
Leave a Reply