দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ১০ মার্চ বৃহস্পতিবার দিনগত রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতা, তিন জুয়াড়ি সহ ৬ জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত বৃহস্পতিবার দিনগত রাতে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় উপজেলা সদরের সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে মাদক বিক্রেতা খিহালী উত্তরপাড়ার মৃত মহিউদ্দীনের ছেলে আনোয়ার হোসেন (৩৯) কে গ্রেফতার করে। অপর দিকে উপজেলা সদরের ডিমশহরের চোরাগাড়ি ভিটা জমির উপর তাস দিয়ে জুয়া খেলার সময় আটগ্রাম দীঘিরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে জাকিউল ইসলাম (৩১), আটগ্রাম কয়াগাড়ি গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে মামুনুর রশিদ (৩২), ভাতহান্ধা গ্রামের লুৎফর রহমানের ছেলে শফিকুল ইসলাম (২৭) কে আটক করে। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ হাজার ১শ’ টাকা, ১টি কালো নম্বর বিহিন ১২৫সিসি মটরসাইকেল, দুই সেট জুয়া খেলার তাস জব্দ করেছে। এছাড়াও পুলিশ সন্দেহভাজন সুনল্লা মাহমুদপুর গ্রামের মৃত উপেন চন্দ্রের ছেলে উজ্জল চন্দ্র ওরফে আনন্দ ও গ্রেফতারী পরোয়ানামুলে মাঝিন্দা গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে চাঁনমিয়া (২৫) কে গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃতদেরকে ১১ মার্চ শুক্রবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply