দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১১ মার্চ শুক্রবার দুপচাঁচিয়া উপজেলা বিশ্ববিদ্যালয় ক্লাবের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীদের মাঝে ড. জালাল উদ্দীন এ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে উপজেলার ফুড গার্ডেন মিলনায়তনে ক্লাবের সভাপতি সুদেব কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এফ.এম. আমিনুজ্জামান, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম শেখ, বগুড়া ইউনিক পাবলিক স্কুল চেয়ারম্যান তনছের আলী প্রাং, বগুড়া পল্লি উন্নয়ন একাডেমি যুগ্ম পরিচালক ডা. আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, সাবেক ব্যাংকার আজিজুল হক, বিশ্ববিদ্যালয় ক্লাবের সাবেক সভাপতি অসীম কুমার দাস, সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশ, সংবর্ধীত কৃতি ছাত্রী সুপর্ণা কুন্ডু ও সিথী রায় সহ প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। উল্লেখ্য দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী সুপর্ণা কুন্ডু ও সিথী রায়কে অ্যামেরিকা প্রবাসী ড. জালাল উদ্দীন এ্যাওয়ার্ড সহ উভয়কে নগদ ৪০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা, ক্রেস্ট সহ সনদ প্রদান করা হয়।
Leave a Reply