দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় রোববার রাতে ঝাঝিরা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে বেলাল হোসেন (৪০),মৃত শুনজানের ছেলে রাজ্জাক সরদার (৪৫), তালুচ গ্রামের মৃত আছিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৪৩), মৃত কফিল উদ্দিনের ছআবু কালাম (৪২) এবং হেরুঞ্জ গ্রামের মৃত আবুল হোসেন সোনারের ছেলে মোশারফ সোনার (৪০) সহ ৫ জুয়াড়ী এবং পোওতা গ্রামের সন্দেহভাজন মজিবর রহমানের ছেলে আনোয়ার মন্ডল (৩৭) সহ মোট ৬ জন কে আটক করেছে পুলিশ।আটককালীন সময় তাদের নিকট হতে নগদ ১৬ হাজার ২ শত টাকা, ৪ টি মোবাইল ফোন এবং ৮ সেট তাস উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জানা গেছে , রোববার (১৩ মার্চ) মধ্যরাতে দুপচাঁচিয়া উপজেলার তালুচ পশ্চিম পাড়ার আরিফ ফকিরের (৪০) মালিকানাধীন মাটির একতলা ঘরের মধ্য জুয়া খেলার গোপন খবরে অভিযান পরিচালনা করে এসআই নিয়ামান নাসিরসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে ৫ জন কে জুয়া খেলাস্থল থেকে আটক করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়,আটক আসামীদের সোমবার আদালতে পাঠানো হয়েছে। সেইসাথে জুয়া নিরোধকল্পে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply