দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ঃ
১৪ মার্চ সোমবার দুপচাঁচিয়া উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলার চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, বিআরডিবির চেয়ারম্যান শেখ মোত্তালেব, খাদ্য পরিদর্শক মোজাম্মেল হক, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম পলাশ, ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, খাদ্য গুদাম কর্মকর্তা কর্নেলিউস চিছিম, শাহেদুল ইসলাম, ডিলার আবু জাহেদ সহ প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার। উল্লেখ্য খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ টাকা কেজি হারে ৩০ কেজি চাল তালিকাভুক্ত ৬ হাজার ৭৩৭ জনের মাঝে প্রদান করা হচ্ছে।
Leave a Reply