দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ১৫ মার্চ মঙ্গলবার দিনগত রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টমুলে ও মারামারি মামলায় সাত জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় ওয়ারেন্টমুলে গোবিন্দপুর ইউনিয়নের বেলাইল দক্ষিণপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে সাজু সরদার, বেলহালী গ্রামের মইন ইসলামের ছেলে ফরিদুল ইসলাম, তালোড়া মেঘা নয়াপাড়া গ্রামের পিন্টু ফকিরের ছেলে আশরাফুল ইসলাম (১৯), দুপচাঁচিয়া সরদারপাড়ার লবির উদ্দীনের ছেলে ফারুক হোসেন (৩৮), তারাজুন মৃত সমিজ শেখের ছেলে আনোয়ার হোসেন, মহলদারপাড়ার লুৎফর রহমানের ছেলে ইব্রাহিম আলী মহলদার ওরফে রনি (৩০) ও নিয়মিত মারামারি মামলায় সদরের চ্যাঙ্গা গ্রামের মৃত লালবাবুর ছেলে রতনকে গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারকৃতদেরকে ১৬ মার্চ বুধবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
Leave a Reply