দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১৬ মার্চ বুধবার সকালে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ক্ষুদে ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা ও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শরীফ আহম্মদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ সহ অন্যান্যদের মধ্যে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বেলাল হোসেন, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন। সমগ্র সভাটি পরিচালনা করেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান রফিকুল ইসলাম।
Leave a Reply