দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
দুপচাঁচিয়া উপজেলা সদরের পৌরসভার ৪নং ওয়ার্ডের চকসুখানগাড়ী গ্রামে দু’ভাইয়ের মধ্যে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই আব্দুল খালেক প্রামানিকের বাড়ি-ঘর আসবাবপত্র ভাংচুড়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে। এ সংক্রান্তে বড় ভাই আব্দুল খালেক প্রামানিক থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত পৌরসভার ৪নং ওয়ার্ড চকসুখানগাড়ী গ্রামের মৃত আলেম হোসেন প্রামানিকের ছেলে আব্দুল খালেক প্রামানিকের অভিযোগ থেকে জানা গেছে, সে প্রায় ৪০ বছর যাবৎ চকসুখানগাড়ী এলাকায় নিজ দখলীয় জায়গায় বাড়ি-ঘর তৈরী করে স্ব-পরিবারে বসবাস করে আসছে। তার ছোট ভাই আইনুল হোসেন জায়গাটি তার বলে দাবি করে এবং বিভিন্ন সময় দখলের চেষ্টাও করে। ঘটনার দিন গত বৃহস্পতিবার বিকালে ওই বাড়ি দখল করার উদ্দ্যেশে বাড়িতে প্রবেশ করে এবং বাড়ি-ঘরের দড়জা, জানালা সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুড় করে। ঘরের আসবাবপত্রগুলো বাহিরে ফেলে দেয়। এছাড়াও ঘরের মধ্যে রক্ষিত ১০ বস্তা চাউলসহ অন্যান্য মালামাল জোর করে নিয়ে যায়। বর্তমানে সে ছোট ভাইয়ের ভয়ে পরিবার নিয়ে বড় আতঙ্কে দিন-কাল অতিবাহিত করছে। বাড়িতে প্রবেশে ভয় পাচ্ছে। এ বিষয়ে থানা এএসআই কমল চন্দ্র জানান, অভিযোগটি থানায় একটি সাধারণ ডায়রী হয়েছে। প্রাথমিক ভাবে তদন্ত করেছেন। জায়গা নিয়ে দু’ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। স্থানীয় কাউন্সিলারের মাধ্যমে বিষয়টির মিমাংসার করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। একই সাথে তিনি জানান, অভিযোগটি আদালতে প্রেরণ করেছেন।
Leave a Reply