দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ২১ মার্চ সোমবার দিনগত রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নকল স্বর্ণের পুতুল ব্যবসা প্রতারক চক্রের দুই সদস্য ও তিন মাদক বিক্রেতা সহ সাত জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন সোমবার দিনগত রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় পুলিশ নকর স্বর্ণের মুর্তি বিক্রয়ের নামে প্রতারণা মামলার আসামী ঝাঁঝিড়া দক্ষিণপাড়া গ্রামের মোসলেম উদ্দীন প্রামানিকের ছেলে শহিদুল প্রামানিক ওরফে সাইদুল (৩৮) ও হাসান প্রামানিক (৩৪)। মাদক মামলায় উপজেলার দেবড়াশন গ্রামের মৃত আব্দুল গণি সরদারের ছেলে আবু হাসান সরদার (৪১), ধাপসুখানগাড়ী এলাকা থেকে গায়বান্ধা জেলার শাঘাটা উপজেলার উল্লাবাজার তেঁতুলিয়া গ্রামের মনছুর আলীর ছেলে মুন্না (২১) ও পাশ্ববর্তি কাহালু উপজেলার বীরকেদার নয়াপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে মোস্তফা প্রামানিক (৩৫) কে গ্রেফতার করেছে। এছাড়াও গ্রেফতারী পরওয়ানামুলে উপজেলার পলিপাড়া গ্রামের মৃত হবিবর ফকিরের ছেলে আয়ুব আলী ও ছোটধাপ এলাকার মৃত মোসলেম উদ্দীন প্রামানিকের ছেলে সেলিম রেজাকে গ্রেফতার করেন। পুলিশ গ্রেফতারকৃতদের ২২ মার্চ মঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply