নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বিএনপি সমর্থিত জাহাঙ্গীর আলমের মেয়র পদ বাতিল ঘোষণা করা হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (জগ মার্কা) বেলাল হোসেনকে মেয়র ঘোষণা দেওয়া হয়েছে।
আদেশের কপি পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকালে জেলা ও দায়রা জজ (আপিলেট ট্রাইব্যুনাল) নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন। রাত ৮টায় আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল মতিন এ তথ্য দিয়েছেন।
আদালত ও স্থানীয় সূত্র জানায়, গত ২০২০ সালের ১৩ জানুয়ারি বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়র পদে আওয়ামী লীগের এনামুল হক রানা (নৌকা), বিএনপির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম (ধানের শীষ), তৎকালীন মেয়র আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন স্বতন্ত্র প্রার্থী (জগ) ও হাজী আহম্মেদ আলী (মোবাইল ফোন) স্বতন্ত্র প্রার্থী হন। ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম ছয় হাজার ৬৫৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন পাঁচ হাজার ৬৪২ ভোট পান। এছাড়া নৌকা প্রার্থী এনামুল হক রানা পান এক হাজার ২৯ ভোট ও অপর স্বতন্ত্র প্রার্থী হাজী আহম্মেদ আলম পেয়েছিলেন ৩৩৪ ভোট। তৎকালীন রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ ফলাফল ঘোষণা করেন।
এদিকে পরাজিত প্রার্থী বেলাল হোসেন নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন। তিনি এ ব্যাপারে নির্বাচনী ট্রাইব্যুনালে আপিল করলে তা খারিজ করে দেওয়া হয়। পরবর্তীতে বেলাল হোসেন বগুড়ার আপিলেট ট্রাইব্যুনালে (জেলা ও দায়রা জজ আদালত) আপিল করেন।
কাগজপত্র যাচাই, সাক্ষী পরীক্ষা ও উভয়পক্ষে শুনানি শেষে সত্যতা পাওয়ায় বিচারক নরেশ চন্দ্র সরকার বৃহস্পতিবার বিকালে জাহাঙ্গীর আলমকে মেয়র ঘোষণা বাতিল এবং নিকটতম বেলাল হোসেনকে দুপচাঁচিয়া পৌরসভার মেয়র ঘোষণা করেন।
অন্যদিকে জাহাঙ্গীর আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে জালিয়াতি মামলা করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের জাল স্থগিতাদেশ দাখিল করে ১০ বছর দুর্নীতির মামলার কার্যক্রম স্থগিত রাখায় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও মোস্তাফিজুর রহমানের বেঞ্চ গত ১৬ মার্চ এ আদেশ দেন।
ওই দুর্নীতির ব্যাপারে দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন।
সুএ: যুগান্তর
Leave a Reply