দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ১ এপ্রিল শুক্রবার রাতে দুপচাঁচিয়া উপজেলার খিহালী চকপাড়ায় মঈন উদ্দীন (৭০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
থানা ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিহালী চকপাড়ার মৃত আফছার আলীর ছেলে মঈন উদ্দীন (৭০) তার আপন ভগ্নিপতি আনোয়ার হোসেনের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নেয়। দীর্ঘ দিনেও টাকা পরিশোধ করতে না পারায় তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে ঘটনার দিন গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টায় মঈন উদ্দীনের আপন ছোট দুই ভাই সহ ভগ্নিপতি আনোয়ার হোসেন মঈন উদ্দীনের বাড়িতে যায় এবং বাড়ির গেটের টিনের দড়জা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ঋণের টাকা পরিশোধের জন্য চাপ দেয়। এ সময় গালিগালাজ থেকে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে মঈন উদ্দীন উঠানে পরে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। মঈন উদ্দীনের স্ত্রী আয়েশা খাতুন জানান, তার স্বামীকে মারপিট করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মঈন উদ্দীনের পরিবারের পক্ষ থেকে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য লাশ গতকাল শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। একই সাথে তিনি জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে দ্রæত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর দিকে ঘটনার পর পরই মঈন উদ্দীনের আপন ছোট দুই ভাই সহ তার ভগ্নিপতি আনোয়ার হোসেন গাঁ ঢাকা দিয়েছে।
Leave a Reply