দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় দুপচাঁচিয়া উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের বেলাইল দক্ষিণপাড়ার বাবু সরদারের বসতবাড়ির সামনে থেকে একটি বড় সজনে গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে বাবু সরদার ওই দিনই থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলাইল দক্ষিণপাড়ার মৃত কফির উদ্দীনের ছেলে বাবু সরদারের বাড়ির জায়গা নিয়ে একই এলাকার মৃত আরব আলী খুলুর ছেলে সহিদুল ইসলামের বিরোধ চলে আসছিলো। বিষয়টি নিয়ে স্থানীয় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে শালিশ বৈঠকও হয়। বৈঠকে জায়গা বাবু সরদারের পৈত্রিক সম্পত্তি হিসাবে উভয়ের মাঝে সুষ্ঠু মিমাংসা হয়। উক্ত মিমাংসাকে উপেক্ষা করে গত বৃহস্পতিবার বিকালে সহিদুল ইসলাম ও তার স্ত্রী মর্জিনা বেগম, ছোট ভাই সহ মিমাংশিত জায়গায় লাগানো বাবু সরদারের একটি সজনে গাছ কেটে নিয়ে যায়। গাছটি কাটার সময় বাঁধা দিলে প্রভাবশালী সহিদুল ইসলাম তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে। বর্তমানে বাবু সরদার অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছে।
Leave a Reply