দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ঃ
১০ এপ্রিল রোববার সকালে দুপচাঁচিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র-প্রান্তিক ৩৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে আনুষ্ঠানিক ভাবে এই বীজ ও সার বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনা শিস্ সরকারসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য আউশ ২০২২-২৩ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষে ও প্রান্তিক ক্ষুদ্র ৩৫০জন কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ডিএপি ২০ কেজি, ১০ কেজি এমওপি, ৫ কেজি আউশ বীজ বিতরণ করা হয়।
Leave a Reply