দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ১০ এপ্রিল রোববার দিনগত রাতে দুপচাঁচিয়া উপজেলার হেড়–ঞ্জ গ্রামের মোসলেম উদ্দীন (৪০) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, উপজেলার জিয়ানগর ইউনিয়নের হেড়–ঞ্জ পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে মোসলেম উদ্দীন ঘটনার দিন গত রোববার দিনগত রাতে নিজ বাড়ির অদূরে পুকুরের পূর্বপাড়ে একটি বট গাছের ডালের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গতকাল সোমবার সকালে এলাকার লোকজন গলায় ফাঁস দেয়া দড়ি ছেড়া অবস্থায় গাছের নিচে তার লাশ পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল পরিদর্শন সহ লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে লাশ উদ্ধার করে ১১ এপ্রিল সোমবার পোষ্টমোটেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply