দুপচাঁচিয়া উপজেলায় রোববার (১০ এপ্রিল) রাতে পৃথক তিন অভিযানে মাদকদ্রব্যসহ ৫ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ বলছে, মাদক বিক্রির গোপন খবরে রোববার মধ্যরাতে দুপচাঁচিয়া উপজেলা সদরের মেইল বাসস্ট্যান্ড হইতে ধাপহাট গামী রাস্তায় সানমুন টেইলাস ক্লোথ ষ্টোর কাপড়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এসআই রাসেল আহম্মেদসহ সঙ্গীয় ফোর্স। ওই অভিযানে মেইল বাসস্ট্যান্ড উত্তর মাঝিপাড়ার মৃত শঙ্কর সরকারের ছেলে শ্রী পবন সরকার(৩৪) কে ৬০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
অপর অভিযানে রোববার মধ্যরাতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভাস্থ তালোড়া বাজার খাদ্য গুদাম-এর সামনে পাকা রাস্তার ওপর থেকে কাহালু উপজেলার ছোট পিঁপড়া গ্রামের মৃত বছির উদ্দিন সাকিদারের ছেলে তছলিম উদ্দিন সাকিদার(৬৫) কে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে এসআই শাহজাহান আলীসহ সঙ্গীয় ফোর্স।
এছাড়া রোববার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দুপচাঁচিয়া পৌরসভাস্থ পুরাতন বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকার ইব্রাহিম শেখের ছেলে ফরহাদ হোসেন (৩২) এর বসতবাড়ীর দক্ষিণ শয়ন কক্ষে অভিযান চালিয়ে কাহালু উপজেলার নয়াপাড়ার মাহফুজার রহমানের ছেলে শাকিল হাসান (২২), একই এলাকার হুদা প্রামানিকের ছেলে ফাইন প্রাং (২২) এবং দুপচাঁচিয়া উপজেলার বোরাইপাড়ার বাবলু ফকিরের ছেলে শামীম বারী (৩০) কে আটক করে এসআই এরশাদ আলীসহ সঙ্গীয় ফোর্স। এ সময় ২ টি মাদক সেবনের বিশেষ পাইপ, ৪ টি সিগারেটের পলিথিন এবং ২ টি গ্যাস লাইট উদ্ধার করে তা জব্দ করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, আটককৃতদের সোমবার (১১ এপ্রিল) রাতে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply