দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বুধবার ( ১৩ এপ্রিল) ট্রাফিক আইন লংঘন করে মোটরসাইকেল চালানোর দায়ে অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে সকাল থেকেই অভিযান পরিচালিত হয়। অভিযানের কারনে কিছুক্ষণের মধ্যই সড়কে কমে আসে যানজট। অভিযান মূলত: পরিচালনা করা হয় ট্রাফিক আইন ভঙ্গকারি মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে। ট্রাফিক আইন লংঘন করায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের আওতায় ১৭ টি মামলা দায়ের করে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, সড়কে শৃংখলা ফেরাতে অভিযান চলমান থাকবে।
Leave a Reply