দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে বাংলা বর্ষবরণ-১৪২৯ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহি অফিসার মুহা. আবু তাহির, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাছরিন পারভিন, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন,উপজেলা আ’লীগ যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, আ’লীগ নেতা মহসিন আলী, শামিমা আকতার মুক্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
Leave a Reply