দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি :
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলাধীন দুপচাঁচিয়া পৌরসভা এলাকার জয়পুর পাড়া থেকে মাদকসহ মান্নান খান নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আটককৃত মান্নান খান কে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে দুপচাঁচিয়া পৌরসভা এলাকার জয়পুরপাড়া মহল্লায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসআই রাসেল আহম্মেদসহ সঙ্গীয় ফোর্স। অভিযানকালে জয়পুর উত্তরপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে মান্নান খান কে ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ আটক করা হয়। মাদক সম্রাট মান্নান খান দুপচাঁচিয়া পৌরসভাধীন জয়পুর দক্ষিনপাড়ার মৃত আব্দুল খানের ছেলে।
Leave a Reply