দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
২০ এপ্রিল বুধবার সকালে দুপচাঁচিয়া উপজেলা ডাকাহার বালিকা দাখিল মাদ্রাসার অনিয়মতান্ত্রিক ভাবে গঠিত ম্যানেজিং কমিটি বাতিলসহ নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবিতে অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মাদ্রাসার সামনের সড়কে প্রায় ঘন্টাব্যাপি উক্ত মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন, স্থানীয় ওয়ার্ড ইউনিয়ন মেম্বার সিরাজুল ইসলাম, স্থানীয় ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলী, মাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি রেজাউল করিম, মাদ্রাসার সাবেক সদস্য আকবর আলী, রাজিব উদ্দীন সহ প্রমুখ। বক্তারা বলেন, মাদ্রাসার সুপার নজরুল ইসলাম তার বিভিন্ন দুর্নীতি আড়াল করতে সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে মাদ্রাসার সভাপতির সাথে যোগসাজস করে গোপনে পারিবারিক পকেট ম্যানেজিং কমিটি গঠন করেছেন। কমিটিতে সভাপতি পদে পুনঃরায় সুপার তারই মামা শ্বশুর কফিল উদ্দীন সরকারকে মনোনিত করেছেন। এছাড়াও তার সমন্ধি তারাজুন মাদ্রাসার সুপার ইউসুফ আলীকে সদস্য করেছেন। মাদ্রাসার বিভিন্ন ধরনের অনিয়ম ধামাচাপা দিতে ও নৈশ্য প্রহরী পদে নিয়োগের মোটা অংকের অর্থ আত্মসাতের অসৎ উদ্দেশ্যে এমন কমিটি গঠন করা হয়েছে। বক্তারা এই অবৈধ পকেট কমিটি বাতিলসহ নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার দাবি জানান। অন্যথায় আগামীতে মাদ্রাসা বন্ধ সহ বড় আন্দোলনেরও হুশিয়ারী দেন। উল্লেখ্য একই দাবিতে গত সোমবার অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তারিখ ঃ ২০-০৪-২০২২ইং
Leave a Reply