দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
২৬ এপ্রিল মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলায় মুজিববর্ষে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদের উপহার ৩৬ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ পাকা বাড়ির দলিল প্রদান করা হয়েছে।
গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ পাকা বাড়ির দলিল হস্তান্তরের উদ্বোধনের পরেই উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই দলিল প্রদান করেন, বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন ও উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু সালেহ মোহাম্মদ হাসনাত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
Leave a Reply