দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ২৬ এপ্রিল মঙ্গলবার ভোর রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ অপহৃত স্কুল ছাত্রী শাহরিয়ার আক্তার আদরি (১৫) কে প্রায় পাঁচ মাস পর ময়মনসিংহ জেলা শহরের একটি বাড়ির সামনে থেকে উদ্ধার করেছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নের পোথাট্টি গ্রামের আলতাফ হোসেনের মেয়ে স্থানীয় পোথাট্টি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শাহরিয়ার আক্তার আদরি গত ১৪ নভেম্বর রোববার সকালে প্রাইভেট পরার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়।
পথের মাঝেই একদল দুষ্কৃতিকারী মাইক্রোবাস দিয়ে তার পথ রোধ করে এবং জোর করে তাকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে তার ভাই রুহুল আমিন বাদী হয়ে গত ৭ ডিসেম্বর মঙ্গলবার দুপচাঁচিয়া থানায় চার জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। মামলা গ্রহণ করেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল অপহৃতাকে উদ্ধারসহ আসামীদের গ্রেফতারে অভিযানে নামেন। প্রায় পাঁচ মাস পর ঘটনার দিন গত মঙ্গলবার ভোর রাতে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে ময়মনসিংহ জেলা শহরের একটি বাসার সামনে থেকে অপহৃতা শাহরিয়ার আক্তার আদরিকে উদ্ধার করেন।
এ সময় তার সাথে থাকা প্রধান আসামী নাদিম আহম্মেদ (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসআই রাসেল জানান, গতকাল বুধবার অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামীদের গ্রেফতারের তৎপরতা চলছে।
Leave a Reply