নিজস্ব প্রতিবেদক,দুপচাঁচিয়া নিউজ :বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সোমবার (৯ মে) রাতে অভিযান চালিয়ে পলাতক আসামীসহ ৮ জন কে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন সাপেক্ষে মঙ্গলবার (১০ মে) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ বলছে, বিভিন্ন মামলার পলাতক আসামী হিসাবে দুপচাঁচিয়া উপজেলার মাটিহাস গ্রামের মৃত বশারতুল্লাহ’র ছেলে আমজাদ হোসেন, ধাপেরহাট মহল্লার আবু তালেবের ছেলে গোলাম হোসেন ভোলা, গোবিন্দপুর গ্রামের মৃত হানিফের ছেলে আলতাব হোসেন, তালোড়া বাজার-মাস্টার পাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক জুয়েল, হেরুঞ্জ পাল্লাপাড়া গ্রামের জমির মন্ডলের ছেলে আজিজ মন্ডল, পশ্চিম বোরাই মহল্লার মৃত রাধারাম কর্মকারের ছেলে বিদ্যুৎ কর্মকার এবং পোড়াপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে আবু তালেব কে আটক করা হয়।
অন্যদিকে, মাদক বিক্রির অভিযোগে পুলিশের অভিযানে আটককৃত হয় টেমা গ্রামের আকবর আলীর ছেলে ফাহিনুর ইসলাম ফাহিন এবং মৃত নাজির উদ্দিনের ছেলে সোহাগ প্রাং।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায় অপরাধ নিরোধকল্পে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply