দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১২ মে বৃহস্পতিবার দুপচাঁচিয়া থানা পুলিশ রাজশাহীর পুঁঠিয়া থেকে চুরি যাওয়া তিনটি গরু ধাপ সুলতানগঞ্জ হাট থেকে উদ্ধার সহ দুই চোরকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, গত ১০ মে মঙ্গলবার রাতে রাজশাহী জেলার পুঁঠিয়া উপজেলা সদরের জগপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে মামুনের বাড়ি সংলগ্ন গোয়াল ঘরের তালা ভেঙ্গে তিনটি গরু কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে মামুন পুঁঠিয়া থানায় চুরি মামলা দায়ের করেন। ঘটনার দিন ১২ মে বৃহস্পতিবার মামুন তার চুরি যাওয়া গরুর সন্ধানে দুপচাঁচিয়া উপজেলার ধাপ সুলতানগঞ্জ হাটে আসে। এ সময় গরু হাটিতে দুই জনকে তার চোরাই গরুসহ বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকতে দেখে। বিষয়টি পুঠিয়া থানায় মুঠোফোনে অবগত করে। পুঠিয়া থানা পুলিশ দুপচাঁচিয়া থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে দুপচাঁচিয়া থানা পুলিশের সহযোগিতায় চোরাই তিন গরু সহ জয়পুরহাট জেলার কালাই উপজেলার বেগুন গ্রামের রেজাউল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও ক্ষেতলাল থানার শিবপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে নুরুজ্জামান (২২) গ্রেফতার করেন। পরে চোরাই গরু সহ গ্রেফতারকৃতদেরকে পুঠিয়া থানা পুলিশের হাতে সপোর্দ করে।
Leave a Reply