দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে সবাই ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করা হয়েছিলো। বর্তমান আওয়ামীলীগ সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। উপবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার ব্যাপক প্রসার ঘটিয়েছে, কৃষকদের দুর্ভোগ লাঘব করেছে, বয়স্ক, বিধবা, মাতৃকালীন ভাতা প্রদানের মাধ্যমে অসহায় মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করছে। বাংলাদেশের পদ্মা সেতু সহ সর্বক্ষেত্রে অভূতপূর্বক উনśয়ন হচ্ছে। তিনি আরো বলেন সম্মেলনের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি পায়। গতকাল মঙ্গলবার বিকালে দুপচাঁচিয়া উপজেলা পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান কলেজ মাঠে পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু, শাহরিয়ার আরিফ ওপেল, আইন বিষয়ক সম্পাদক এড. তবিবুর রহমান তবি, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, শ্রম বিষয়ক সম্পাদক রুহুল মোমিন তারিক, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, সদস্য আনোয়ার হোসেন, আবু সাঈদ ফকির, সাবেক সহ-সভাপতি শাহ্ মোঃ আব্দুল খালেক সহ স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, সহ-সভাপতি আমিনুর রহমান, তপন কুন্ডু, যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, সাবেক সভাপতি জলিলুর রহমান মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক এসএম কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসিন আলী, এনামুল হক টি রানা, আওয়ামীলীগ নেতা সাবেক মেয়র বেলাল হোসেন, মোমিনুর রহমান তালুকদার পলাশ, এম সরওয়ার খান, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইশারত আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ। সমগ্র সম্মেলনটি পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল মহলদার আমিন। একই মাঠে পরে সদর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অপর দিকে সকালে জিয়ানগর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন জিয়ানগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম তালুকদারের সঞ্চালনায় উক্ত সম্মেলনে উল্লেখিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply