দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ১৭ মে মঙ্গলবার বিকালে দুপচাঁচিয়া উপজেলার বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)।
দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের আমঝুপি গ্রামের মৃত বশির উদ্দীনের ছেলে কমরজি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেশ কিছুদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে, এক ছেলেসহ বহু আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার বিকালে উপজেলা সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন মাষ্টারপাড়া একটি চাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সুমন জিহাদী ও থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে¡ একটি চৌকশ পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। বাদ এশা আমঝুপি গ্রামে দ্বিতীয় জানাযা নামাজ শেষে সম্পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় আমঝুপি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দুপচাঁচিয়া উপজেলার বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, বীরমুক্তিযোদ্ধা বেলাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা এটিএম আমিনুল হক, বীরমুক্তিযোদ্ধা ফসিউল আলম খান, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, দুপচাঁচিয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, সাধারণ সম্পাদক দুলাল বসাক।
Leave a Reply