দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১৮ মে বুধবার সকালে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের ১ কোটি ৫২ লাখ ৮৪ হাজার ৪শ’ টাকার বাজেট ঘোষণা করেন, চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক।
এ উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা, ইউপি চেয়ারম্যানের সহধর্মীনি মোর্শেদ ফারহানা হায়দার সহ প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, ইউনিয়ন পরিষদের সচিব উত্তম কুমার।
Leave a Reply