দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া প্রেসক্লাবের উদ্যোগে সাহিত্য বিভাগের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মূল আলোচনা করেন দুপচাঁচিয়া মোস্তফাপুর আছির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের জৈষ্ঠ্য প্রভাষক হাম্মাদ আলী।
দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাকক্ষে বুধবার (২৫ মে) বেলা ১১.০০ টায় ক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশের সঞ্চালনায় ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় কবি নজরুল ইসলামের সাহিত্য কর্মের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফিরোজ হোসেন, যুগ্ম সম্পাদক সাজু মন্ডল, রমেন্দ্রনাথ পোদ্দার, কার্যনির্বাহী সদস্য কেএম বেলাল, অসীম কুমার দাস,মেশকাতুর রহমান ।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্মে উঠে এসেছে প্রেম,দ্রোহ, শোষণ, বঞ্চনার কথা। তার কবিতা ও গান ছুঁয়ে গেছে মানবতা কে। কবি কাজী নজরুল ইসলাম শুধু সাহিত্যিক আর সঙ্গীতঙ্গ’ই নন, একজন সৈনিকও বটে। তিনি বাঙালিদের জাতীয় জীবনে প্রেরণার উৎস হয়ে থাকবেন।
উল্লেখ্য, কবি কাজী নজরুল ইসলাম বাংলা ১৩০৬ সনের ১১ জৈষ্ঠ্য পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুল ইসলাম কে বাংলাদেশে এনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে জাতীয় কবির মর্যাদা দেন। ১৯৭৬ সালে কবি কে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। তিনি ওই বছরের ২৯ আগস্ট মৃত্যূবরন করেন।
Leave a Reply