দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
৩০ মে সোমবার দুপচাঁচিয়া উপজেলায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।
এ দিন সকালে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের আয়োজনে হাইস্কুল মাঠ সংলগ্ন অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ শহীদ জিয়াউর রহমানের প্রতীকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বাদ আছর পুরাতন বাজার জামে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল বাকি। এসকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপি’র সভাপতি মুনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপি’র সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক এএইচএম নুরুল ইসলাম খান হিরু,
উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক তালুকদার কাজল, ইউনুস আলী মহলদার মানিক, জিয়ানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহসিন আলী, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনোয়ার হোসেন হেলাল, সাধারণ সম্পাদক বাবু মিয়া, চামরুল বিএনপি’র সাধারণ সম্পাদক সামছুল হুদা,
তালোড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাফ্ফর রহমান টিটু, যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান সানি, যুবদল নেতা আসাদুজ্জামান খান রবি, ইদ্রিস আলী খান,
থানা ছাত্রদলের আহবায়ক শামীম সরদার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, কৃষক দলের সভাপতি কাওছার আলী শেখ সহ উপজেলা ও পৌর বিএনপি সহ ইউনিয়ন বিএনপি’র অঙ্গসংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply