দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
৩১ মে মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গুনাহার ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান নুর মোহাম্মদ আবু তাহের ১ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৭১৮টাকার এই বাজেট ঘোষনা করেন।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভা চেয়ারম্যান নুর মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা,
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, আওয়ামীলীগ নেতা মোমিনুর রহমান তালুকদার পলাশ, গুনাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আব্দুল খালেক, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, দুপচাঁচিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চামরুল ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী, মেম্বারদের পক্ষে মনোয়ার হোসেন চৌধুরী লিখন, আনোয়ারুল হক তালুকদার সহ প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, ইউনিয়ন পরিষদের সচিব পলাশ কুমার।
Leave a Reply