দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
৩১ মেল মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কৃষকলীগের সভাপতি নুর ইসলাম টগর, সাংবাদিক আবু আব্দুল্লাহ প্রিন্স সহ প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আকতার। সভার পূর্বে এক আনোন্দ র্যালী মেলা চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply