দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
৮ জুন বুধবার সকালে দুপচাঁচিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ আহম্মদ, সহকারি শিক্ষা অফিসার এটিএম সিদ্দিকুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক বেলাল হোসেন সহ প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দীক। উল্লেখ্য দিনব্যাপি এই প্রতিযোগিতায় উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
Leave a Reply